বিএনপিসহ সমমনা দলগুলোর এক দফা আন্দোলনের সঙ্গে একাত্বতা ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শনিবার (১৫ জুলাই) বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সরকার ও নির্বাচন কমিশন দেশের নির্বাচন প্রক্রিয়ায় একের পর এক নিলজ্জ হস্তক্ষেপ করছে। যার সবশেষ প্রতিফলন ঘটিয়েছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে। সেখানে মেয়র প্রার্থীর ওপর আওয়ামী লীগ সমর্থকদের হামলা পর সাংবাদিকের প্রশ্নের জবাবে এই সরকারের অথর্ব প্রধান নির্বাচন কমিশনার বলেন তিনি তো ইন্তেকাল করেননি। আমরা বলতে চাই এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো অবস্থায়ই জাতীয় নির্বাচন সম্ভব নয়। অবিলম্ভে এই সংকট থেকে উত্তোরণের জন্য সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।
পরে তিনি বিএনপিসহ সমমনা ইসলামী দলগুলোর সরকার পতনের এক দফা আন্দোলনের সঙ্গে একাত্বতা ঘোষণা করেন। তিনি আরও বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন (P.R) পদ্ধতির প্রবর্তন করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এতে সভাপতিত্ব করেস।
ঢাকা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সমাবেশে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ আরো নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।