ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

দাশেরকান্দিতে এশিয়ার বৃহৎ পয়ঃশোধনাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩

দাশেরকান্দিতে এশিয়ার বৃহৎ পয়ঃশোধনাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ১২ টার দিকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক এই পয়ঃশোধন কেন্দ্র (এসটিপি) উদ্বোধন কনের সরকার প্রধান।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পয়:শোধনাগারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর আশপাশের নদী ও জলাধারগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে এরকম আরো চারটি পয়ঃশোধনাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। 

আফতাবনগরের দাসেরকান্দিতে বাস্তবায়িত পয়:শোধনাগারে একই সঙ্গে পরিবেশবান্ধব সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। পয়:বর্জ্য শোধনের পর এর পানি পাঠিয়ে দেয়া হচ্ছে বালু নদীতে। আর সলিড বর্জ্য পরিবেশ সম্মত উপায়ে পুড়িয়ে ছাই বানিয়ে সিমেন্ট কারখায় দেয়া হয়।  তিন হাজার চারশ বিরাশি কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা ওয়াসা।