Can't found in the image content. ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ |

EN

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: বুধবার, জুলাই ১২, ২০২৩

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগের আয়োজনে ইংরেজি ভাষায় বাংলা সাহিত্যের উৎস এবং বিকাশ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১ টার দিকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের ২০২ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। 

ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মোঃ রশিদুজ্জামানের সভাপতিত্বে এসময় সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কলেজের অধ্যাপক ড. ইলহাম হোসেন। এছাড়াও সেমিনারে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

এসময় সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর তত্ত্বাবধানে প্রবন্ধটি উপস্থাপন করেন ইংরেজি বিভাগের পিএইচডি গবেষক আবদুস সালাম।

এছাড়াও এসময় সেমিনারে অন্যান্য বক্তারা উত্তর-আধুনিকতাবাদ, আধুনিকতাবাদ, উপনিবেশবাদ, এবং বাংলাদেশে জন্মগ্রহণকারী লেখকদের লেখা কিছু নির্বাচিত উপন্যাসের বিনির্মাণ নিয়ে আলোচনা করেন।