Can't found in the image content. জুলাই মাসের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

জুলাই মাসের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, জুলাই ১০, ২০২৩

জুলাই মাসের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার
প্রবাসী আয়ে ফের বইছে সুবাতাস। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ৭ দিনে ৪৬ কোটি ৫৬ লাখ (৪৬৫ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধ‌রে) যার পরিমাণ ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা।

রবিবার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্সের চলমান এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্যে জানা গেছে, চলতি জুলাই মাসের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

অপর দিকে জুন মাসে রেমিটেন্স এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার। একক মাস হিসেবে যা গত ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২২-২০২৩ অর্থবছরে বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলার। যা এযাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তবে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২০২১ অর্থবছরে। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ডলার।

এদিকে চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩ হাজার কোটি (৩০ বিলিয়ন) মার্কিন ডলারের নিচে নেমেছে। শুক্রবার (৭ জুলাই) রিজার্ভ আরও কমে ২ হাজার ৯৯৭ কোটি ডলারে নামে, যা গত বুধবার (৫ জুলাই) ছিল ৩ হাজার ১১৬ কোটি ডলার।

তবে গত বৃহস্পতিবার (৬ জুলাই) মে-জুন মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) আমদানি দায় বাবদ ১০৯ কোটি ৬৭ লাখ ডলার পরিশোধ করার কারণে রিজার্ভ কমেছে বলে দাবি করছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ।