ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুলাই ৬, ২০২৪ |

EN

মোসাদের সঙ্গে বৈঠকের অভিযোগ, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নুর

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, জুন ২৩, ২০২৩

মোসাদের সঙ্গে বৈঠকের অভিযোগ, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নুর
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের তিন দফা বৈঠক হয়েছে এমন অভিযোগ শুনেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বৃহস্পতিবার (২২ জুন) বিকাল থেকে এই আলোচনা ছিল টক অব দ্য টাউন। তবে অভিযোগ খণ্ডন করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নুরুল হক নুর।

পল্টনস্থ গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে বাংলাভিশনের সঙ্গে একান্ত আলাপকালে নুরুল হক নুর জানিয়েছেন, ‘ইসরায়েলের কোনো নেতা কিংবা মোসাদের সাথে বৈঠক করেছি এমন প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। এর আগেও আমার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছিল তখনও আমি বলেছি এই কথা।’

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা মোসাদের বৈঠক হওয়ার তথ্য রয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থা ছবিও পেয়েছে।’

এই অভিযোগের জবাবে বাংলাভিশনকে নুর বলেন, ‘আমি কোনোদিন ভারতে যায়নি। আমার ভারতীয় ভিসা নেই। আমার পাসপোর্টের কোথাও ভারতীয় হাইকমিশনের কোনো সিল নেই। এসব অভিযোগ পুরোটাই বানোয়াট।’

রাজনীতিতে অবস্থান শক্ত হচ্ছে বলে তাকে দমাতে সরকারের একটি চক্র তার বিরুদ্ধে এমন অপপ্রচার করছে বলে পাল্টা অভিযোগ করেছেন নুর।