ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ব্যাংকঋণে সুদের হার জানা যাবে আজ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, জুন ১৮, ২০২৩

ব্যাংকঋণে সুদের হার জানা যাবে আজ
২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য আজ রবিবার (১৮ জুন) মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

এর মাধ্যমে ব্যাংকঋণের সুদের হার কতটা বাড়বে এবং ডলার-সংকট কাটাতেই বা কী পদক্ষেপ নেওয়া হবে, তা জানা যাবে। সেই সঙ্গে চলতি হিসাবের পাশাপাশি আর্থিক হিসাবেও যে ঘাটতি তৈরি আছে, তার উন্নতিতে কেন্দ্রীয় ব্যাংক কী করবে, সেটিও জানা যাবে। 

কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করতে থাকায় গত এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত প্রায় ১৩ বিলিয়ন বা ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৬ শতাংশ ও ডলারের দাম একশ' চার টাকায় নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। নতুন মুদ্রানীতি হবে সংকোচনমূলক।