পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে একঘরে করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার ব্যবসা আরও প্রসারিত হয়েছে।
এ সময় এশিয়া, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকার প্রশংসা করেছেন পুতিন। এসব অঞ্চলের দেশগুলো তিনি নির্ভরযোগ্য ও দায়িত্বশীল অংশীদার হিসেবে অভিহিত করেছেন।
এইসব অঞ্চলকেই ভবিষ্যতের বাজার হিসেবে উল্লেখ করেছেন পুতিন। অচিরেই পশ্চিমা সাম্রাজ্যবাদ মুখ থুবড়ে পড়বে বলেও মত দিয়েছেন তিনি।
ইউক্রেনে সেনা অভিযান চালানোর পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পশ্চিমারা রাশিয়ার ওপর কয়েক হাজার নিষেধাজ্ঞা দিয়েছে।
সূত্র: বিবিসি