ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ |

EN

১২৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, জুন ১৬, ২০২৩

১২৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়
প্রবল শক্তি নিয়ে বৃহস্পতিবার রাতে ভারতের গুজরাটের জখাউ বন্দরের স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বিপর্যয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাটে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ কিলোমিটার। কিছু জায়গায় ১৪০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। ক্ষয়ক্ষতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দিল্লী ও ইসলামাবাদ। 

ঝড়ের কারণে ভারতের গুজরাটের বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। চলছে প্রবল বৃষ্টিপাত। ঘূর্ণিঝড় পরবর্তী দুই দেশের বিভিন্ন জায়গায় আকস্মিক বন্যার পূর্বাভাসও দেয়া হয়েছে। 

দেশটির আবাহওয়া বিভাগে মতে, যতোই উপকূলের দিকে এগুচ্ছে ততই দূর্বল হয়ে পড়ছে এটি। বিপর্যয়ের প্রভাবে এরইমধ্যে পাকিস্তানের করাচিসহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে হালকা থেকে ভারি বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্কুলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।