প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ দ্রুতই অতিদরিদ্র মুক্ত দেশে পরিণত হবে। গত দেড় দশকে দেশে দারিদ্র্যের হার তেতাল্লিশ থেকে কমে নেমে এসেছে আঠার শতাংশে।
বৃহস্পতিবার (১৫ জুন) সুইজারল্যান্ডের জেনেভাস্থ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউইএফ এ আয়োজিত আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
নিউ ইকোনমি এন্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ - শীর্সক এক আলোচনার আয়োজন করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। অনুষ্ঠানে বাংলাদেশে তরুনদের তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণের নানা সুযোগ সৃষ্টির উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের চলমান নানা উদ্যোগও উঠে আসে তার বক্তব্যে।
এর আগে বুধবার কাতারের শ্রমমন্ত্রী দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এ সময় প্রবাসী শ্রমিক, জ্বালানীসহ দু'দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের সময় বিকালে যোগ দেবেন সে দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনায়।