বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কুকি-চিন ও বিচ্ছন্নতাবাদী জঙ্গি সংগঠনের অপতৎপরতা দমনে বিজিবিকে সহযোগিতা দেবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। নয়া দিল্লীতে বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে দ্বিপাক্ষিক সম্মেলনে এমন আশ্বাস দিয়েছেন বিএসএফ মহাপরিচালক।
১১ থেকে ১৪ জুন ৪ দিনব্যাপী ভারতের নয়া দিল্লিতে হয়, বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফের মহাপরিচালক পর্যায়ে ৫৩তম সীমান্ত সম্মেলন। এ সম্মেলনের বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১৫ জুন) সদর দফতরে সংবাদ সম্মেলন করে বর্ডার গার্ড বাংলাদেশ--বিজিবি।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে কাজ করবে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী।
পার্বত্য অঞ্চলে কুকি-চিন ও বিচ্ছন্নতাবাদী জঙ্গি সংগঠনের অপতৎপরতা দমনে বিজিবিকে বিএসএফ সহযোগিতা করবে বলেও জানান তিনি। ঈদুল আজহায় ভারত থেকে গরু আনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান বিজিবি মহাপরিচালক।