Can't found in the image content. ‘পদ্মা সেতুতে বিশ্বব্যাংককে না পাওয়া সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

‘পদ্মা সেতুতে বিশ্বব্যাংককে না পাওয়া সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি’

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, জুন ১৪, ২০২৩

‘পদ্মা সেতুতে বিশ্বব্যাংককে না পাওয়া সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি’
পদ্মা সেতুতে বিশ্বব্যাংককে না পাওয়া এই সংস্থাটির সাথে বাংলাদেশের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি -বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৪ জুন) রোড সেফটি প্রজেক্টের উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন।

তিনি বলেন, বিশ্ব ব্যাংক ইচ্ছে করলে পদ্মা সেতুতে জড়িত থাকতে পারে পারতো। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তবে এজন্য শুধু বিশ্ব ব্যাংককে দায়ী করা যাবে না। এর সাথে দেশে কিছু বাঘাবাঘা ব্যক্তিও জড়িত ছিলো বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এই প্রজেক্টে অংশীদার হওয়ায় বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সড়ক বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্র্যাকটিস ম্যানেজার ফেই ডেং।