সোশ্যাল জাস্টিস ফর অল শীর্ষক সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ যোগ দেবেন শীর্ষ সম্মেলনের প্লেনারি সেশনে।
মঙ্গলবার (১৪ জুন) দেশটির স্থানীয় সময় বিকাল ৫টায় প্রধানমন্ত্রী জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সম্মেলনের পাশাপাশি তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্য জ্ঞান ও দক্ষতা বাড়ানোর বিষয়ে সমঝোতা স্মারক সই হবার কথা।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। কাল বিকালে যোগ দেবেন সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায়।