জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শান্ত জাবালি নামে এক শিক্ষার্থীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রাস্তায় বেঞ্চ ফেলে আরিচাগামী লেন অবরোধ করে রাখে। প্রায় দেড়ঘণ্টার মতো চলে এ অবরোধ কর্মসূচি। এসময় সড়কটির আরিচাগামী লেনের যান চলাচল বন্ধ ছিল।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শান্ত জাবালি তার বান্ধবীসহ সাভার থেকে ব্যাটারিচালিত রিকশাযোগে ক্যাম্পাসে আসছিলেন। সাভারের সিএন্ডবি এলাকায় পৌঁছালে মুখবাঁধা অবস্থায় তিনজন ছিনতাইকারী ধারালো অস্ত্রসহ রিকশার গতি রোধ করে। এসময় চাপাতি দিয়ে কোপ দিলে জাবালির ডান হাতের পাঁচটি আঙ্গুল কেটে যায়। এসময়, তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জাবালিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, 'শিক্ষার্থীরা এখন অবরোধ তুলে নিয়েছে। আমি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দুটি চেকপোস্ট বসাবো। কালকে থেকে পুলিশ সন্ধ্যা পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাস্তায় টহল দিবে। এছাড়া, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের আমি গ্রেফতার করবো। আর ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ দেওয়া হবে।'
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মওদুদ আহমেদ বলেন, আশুলিয়া থানা পুলিশ হাইওয়েতে নিরাপত্তা জোরদারের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। এ ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন। এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।