ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

রাশিয়ার লেনা নদীতে তেলবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষ, জরুরি অবস্থা জারি

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩

রাশিয়ার লেনা নদীতে তেলবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষ, জরুরি অবস্থা জারি
রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা ইনকুতস্কের লেনা নদীতে দুটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি ট্যাংকারের কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নদীতে পেট্রল ছড়িয়ে পড়েছে। ওই অঞ্চলের গভর্নর দুর্ঘটনা অঞ্চলের চারপাশে জরুরি অবস্থা জারি করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটেছে। পরদিন সকালে গভর্নর জরুরি অবস্থা জারি করেন।

গভর্নর ইগর কোবজেভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ক্ষতিগ্রস্ত কন্টেইনারটিতে ১৩৮ মেট্রিক টন পেট্রল ছিল। এর মধ্যে কী পরিমাণ পেট্রল নদীতে ছড়িয়ে পড়েছে জানার চেষ্টা করা হচ্ছে। এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

কোবজেভ বলেন, ‘নদীতে অন্যান্য জাহাজ চলাচল করায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়ে। এ ছাড়া দুর্ঘটনাস্থলের চারপাশে মানব বসতি রয়েছে। তাদের নিরাপত্তার কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। জরুরি উদ্ধারকর্মীরা সেখানে কাজ করছে।’

রাশিয়ার লেনা নদীটি বিশ্বের ১১তম দীর্ঘ নদী। এটি দক্ষিণ-পূর্ব সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলের বৈকাল হ্রদের কাছে উৎপন্ন হয়ে আর্কটিক মহাসাগরে গিয়ে মিশেছে।