Can't found in the image content. আঙুলের ছাপ মেলেনি জাপা মেয়রপ্রার্থী ইকবালের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫ |

EN

আঙুলের ছাপ মেলেনি জাপা মেয়রপ্রার্থী ইকবালের

বরিশাল ব্যুরো | আপডেট: সোমবার, জুন ১২, ২০২৩

আঙুলের ছাপ মেলেনি জাপা মেয়রপ্রার্থী ইকবালের
বরিশাল সিটি নির্বাচনের জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ইকবাল হোসেন নিজের ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ মেলেনি। তবে প্রিজাইডিং অফিসার ভোট প্রদানের ব্যবস্থা করে দেওয়ার পর তিনি ভোট দিতে পারেন।

সোমবার (১২ জুন) সকাল সাড়ে ৮টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের সৈয়দ আব্দুল মান্নান ডি ডি এফ মাদরাসা কেন্দ্রে ভোট দেন তিনি।

মেয়রপ্রার্থী ইকবাল হোসেন বলেন, আমার সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে একটি পক্ষ নিরুৎসাহিত করছে। এ ছাড়া ভোট দিতে এসে আমার আঙুলের ছাপ মেলেনি। প্রিজাইডিং অফিসার ভোট প্রদানের ব্যবস্থা করে দেওয়ার পর ভোট দিতে পেরেছি। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে।

মেয়রপ্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান, স্বতন্ত্র হিসেবে সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রুপন প্রমুখ।

এদিকে ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিলে মোট ১৬৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।