Can't found in the image content. জামায়াতের কারণে সরে যেতে হলো জি এম কাদেরকে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

জামায়াতের কারণে সরে যেতে হলো জি এম কাদেরকে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, জুন ১০, ২০২৩

জামায়াতের কারণে সরে যেতে হলো জি এম কাদেরকে
জামায়াতের সমাবেশস্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) মিলনায়তন থেকে সরে যেতে হলো জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতিকে। আজ শনিবার (১০ জুন) একই স্থানে ছিল দলটির কেন্দ্রীয় সম্মেলন। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে এ কথা জানায় জাতীয় যুব সংহতি।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'আজ শনিবার বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) মিলনায়তনে জাতীয় যুব সংহতি’র অনুষ্ঠেয় কেন্দ্রীয় সম্মেলন অনিবার্য কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (কাকরাইল) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। 

প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।' 

এদিকে শনিবার বেলা ২টায়  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) মিলনায়তনে জামায়াতের সমাবেশ আয়োজন করা হয়েছে।