নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, এটি সরকারের প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার (৭ জুন) সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন কাজে জড়িতদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় সিইসি বলেন, নির্বাচন কমিশন সরকারের প্রতিনিধিত্ব করে না। এটি একটি স্বাধীন সংস্থা। এই কমিশনের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব। সকলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে।
সিইসি আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে যা প্রয়োজন তার সবই করা হবে। আর ইভিএমে ভোটগ্রহণে অনিয়মের কোনো প্রশ্নই আসে না। তাই এটি নিয়ে অকারণে বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শ দেন তিনি।
বক্তব্যে সিইসি আরও বলেন, সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। এ জন্য প্রার্থী, ভোটার এবং নির্বাচন কাজে জড়িত সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে রাজশাহী সিটি নির্বাচন। নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমিতে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ অনুষ্ঠানে নির্বাচন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।