বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’ চালুর উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রোববার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন হয়।
বঙ্গমাতার জন্মদিন এবং করোনা মহামারীর কারণে দেশ ও জাতির ক্রান্তিকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ সেবা চালু করছে।
এসময় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির বিষয়ে ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি বলেন, ‘আমাদের একটি হটলাইন নম্বর থাকবে। কল আসলে ঠিকানাসহ বিস্তারিত তথ্য জেনে ছাত্রলীগের সংশ্লিষ্ট ইউনিট অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিবে রোগীর বাড়িতে। শুরুর দিকে ঢাকায় দেয়া হবে, পরে তা আমরা বিভাগীয় শহরে নিয়ে যাবো।’
তিনি জানান, বর্তমানে চার শ’য়ের অধিক সিলিন্ডার মজুদ আছে। প্রথমবার সবাইকে ফ্রি অক্সিজেন দেওয়া হবে, দ্বিতীয়বার নিলে তাদের কাছ থেকে শুধু অক্সিজেন রিফিলের টাকা নেয়া হবে।