ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

আবারও বাড়তে পারে তেলের দাম

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, জুন ৫, ২০২৩

আবারও বাড়তে পারে তেলের দাম
অপরিশোধিত জ্বালানির উত্তোলন ও রপ্তানি দিনে ১০ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব, যা কার্যকর হবে আগামী জুলাই থেকে। আর এতে আবারও বাড়তে পারে জ্বালানি তেলের দাম।

বিশ্বমন্দার শঙ্কা সত্ত্বেও সৌদি নেতৃত্বাধীন তেল রপ্তানিকারক ১৩ দেশের জোট ওপেকের সাথে রাশিয়ার নেতৃত্বাধীন ১০ অংশীদারের বৈঠক শেষে এই ঘোষণা এলো। সৌদি আরবের জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান জানান, পড়তির দিকে থাকা অপরিশোধিত জ্বালানির দাম সমন্বয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভিয়েনায় টানা সাত ঘণ্টার বৈঠক থেকে আসা এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী, ২০২৪ সাল নাগাদ উত্তোলন ও রপ্তানি কমানোর প্রক্রিয়ায় দিনে ১৪ লাখ ব্যারেলে উন্নীত করা হবে।

গত এপ্রিলে অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে ১০ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭০ ডলারের কাছাকাছি পৌঁছায়। বিশ্বে জ্বালানি চাহিদার ৪০ শতাংশ ওপেক জোটের নিয়ন্ত্রণে থাকায় এই সিদ্ধান্ত জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। সূত্র: রয়টার্স