Can't found in the image content. ঢাকা-চিলাহাটি রুটে যাত্রীবাহী ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঢাকা-চিলাহাটি রুটে যাত্রীবাহী ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, জুন ৪, ২০২৩

ঢাকা-চিলাহাটি রুটে যাত্রীবাহী ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা-চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৪ জুন) সকালে গণভন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নতুন যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করেন। 

এ উপলক্ষে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়ন চায়নি, তারা চেয়েছে ধ্বংস। 

শেখ হাসিনা বলেন, জনগণের অধিকার আদায়ে জাতির পিতা ছিলেন সোচ্চার। 

তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর দেশের মানুষের কথা বলার অধিকার ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।