Can't found in the image content. বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, জুন ২, ২০২৩

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল
২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। 

শুক্রবার (২ জুন) সকাল ১১টায় আনন্দ মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে জিরো পয়েন্ট ঘুরে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে থামে। 

মিছিল শেষে তাৎক্ষণিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মোবাশ্বের চৌধুরী।

এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি ম রাজ্জাক, আলিম ব্যাপারী, মুজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক নাফাউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জননেতা আলহাজ্ব কামরুল হাসান রিপন, উত্তরের সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম সহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শওকত হোসেন, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার সম্পাদক গোলাম মোস্তফাসহ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।