বাংলাদেশি এক শিশুর চিঠির জবাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা জানিয়ে চিঠিটি লিখেছিল বাংলাদেশি শিশু আলিফা চীন। সম্প্রতি চীনা প্রেসিডেন্ট সেই চিঠির জবার দিয়ে আলিফাকে ভাল করে পড়াশোনা করার উৎসাহ দিয়েছেন। এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া।
২০১০ সালে বাংলাদেশ ভ্রমণরত চীনের নৌবাহিনীর ভাসমান হাসপাতালে চীনা চিকিৎসকদের তত্ত্বাবধানে চট্টগ্রামে জন্ম নেয় আলিফা চীন। কৃতজ্ঞতা হিসেবে আলিফার বাবা তার সন্তানের নামের শেষে চীন জুড়ে দেন।
বাংলাদেশ এবং চীনের মধ্যে ঐতিহ্যবাহী সম্পর্ককে, আলিফার স্বপ্ন, আরও এগিয়ে নিয়ে যাবে বলে আলিফাকে দেওয়া চিঠিতে লিখেছেন জিনপিং। চিঠিতে তিনি বলেছেন, তার জন্ম ইতিহাস দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের নিদর্শন। সুপ্রাচীন কাল থেকে বাংলাদেশের বর্তমান ভূখণ্ডের সাথে চীনের যোগাযোগ ও সুসম্পর্ক ছিল। উভয়ে ছিল ভালো প্রতিবেশী ও বন্ধু। এই সম্পর্কের প্রেক্ষাপট হাজার হাজার বছরের।
বড় হয়ে আলিফা চীনের মেডিকেল কলেজে পড়াশোনা করতে চায়, যাতে সেও অন্য মায়েদের জীবন বাঁচাতে পারে। নিজের লেখা চিঠিতে আলিফা তার জীবনদায়ী নারী চিকিৎসকদের তার 'চীনা মা' বলে উল্লেখ করেছিল।
শি আরও আশাপ্রকাশ করে বলেন, শৈশব ও তারুণ্যের সদ্ব্যবহার করে আলিফা মন দিয়ে পড়াশোনা করবে, এবং তার এই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে। তখন সে নিজের পরিবার, সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারবে।