ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

অনার্সে ফেল করেও মাস্টার্সে পাস

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: বুধবার, মে ৩১, ২০২৩

অনার্সে ফেল করেও মাস্টার্সে পাস

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী অনার্সে অকৃতকার্য হয়েও মাস্টার্স পাস করার ঘটনা ঘটেছে। ওই শিক্ষার্থী পরবর্তী সময়ে অনার্সের অকৃতকার্য কোর্সে পরীক্ষার জন্য আবেদন করলে বিষয়টি প্রকাশ্যে আসে। 

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত রবিবার বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে ওই শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের সব সনদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তাঁকে বিশেষ পদ্ধতিতে অনার্সের মান উন্নয়ন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর নাম শামীরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৭ সালে স্নাতক শেষ বর্ষের পরীক্ষায় ৪১৫ নম্বর কোর্সে ফেল করেন তিনি। পরে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে তিনি স্নাতকোত্তরে ভর্তি হয়ে ২০১৮ সালে কৃতকার্য হন।

পরবর্তী সময়ে দীর্ঘ চার বছর পর স্নাতক শেষ বর্ষের অকৃতকার্য বিষয়ে পরীক্ষার জন্য আবেদন করেন। এ বিষয়ে বিভাগের সভাপতি বখতিয়ার হাসান বলেন, ‘যতটুকু জেনেছি তদন্তে হয়তো বিভাগের নেগলিজেন্স পাওয়া যায়নি।’