Can't found in the image content. সুইডেন উপকূলে দেখা মিলল রাশিয়ার গুপ্তচর তিমির | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সুইডেন উপকূলে দেখা মিলল রাশিয়ার গুপ্তচর তিমির

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, মে ৩০, ২০২৩

সুইডেন উপকূলে দেখা মিলল রাশিয়ার গুপ্তচর তিমির
রাশিয়ার কথিত গুপ্তচর তিমি সুইডেনের উপকূলে দেখা গেছে। ২০১৯ সালে নরওয়েতে এই তিমিটি প্রথম পাওয়া যায়। চার বছর পর আবার দেখা মিলল রাশিয়ার ‘গুপ্তচর’ তিমি ভালদিমিরের। রোববার সুইডেনের দক্ষিণ-পশ্চিম উপকূলে ভালদিমিরকে দেখা গেছে বলে জানিয়েছে সুইডেন প্রশাসন।

ওই সময় ধারণা করা হয়, এটি রুশ নৌবাহিনীর একটি গুপ্তচর তিমি। কারণ তিমিটির গলায় একটি বর্ম এবং অ্যাকশন ক্যামেরা লাগানো ছিল। তিমিটির গতিবিধির ওর নজর রাখা সংস্থা ওয়ানহোয়েল জানিয়েছে, তিমিটি গত তিন বছর ধীরে ধীরে নরওয়ের উপকূলের অর্ধেকটা পার হয়।

কিন্তু গত কয়েকমাসে গতি বাড়িয়ে নরওয়ের উপকূলের বাকি অর্ধেক পথ পাড়ি দিয়ে সুইডেনে এসে পৌঁছেছে। এদিকে এই ঘটনার পর থেকে আলোচনা শুরু হয়েছে, তা হলে কি আবার চরবৃত্তির কাজ শুরু করল রাশিয়া?

অন্যদিকে, নরওয়ে তিমিটিকে রাশিয়ার গুপ্তচর হিসেবে অভিহিত করলেও এ ব্যাপারে মস্কো কখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।