ইরানের পারমাণবিক কেন্দ্র নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে দেশটির চলমান দ্বন্দ্বের অবসান হয়েছে।
ইরানের গণমাধ্যমগুলো মঙ্গলবার জানিয়েছে, তেহরান তার ৩টি পারমাণবিক কেন্দ্রের একটিতে আইএইএর তদন্ত কমিটিকে প্রবেশ করতে দেবে। খবর আরব নিউজের।
এরই মধ্যে ইরান তার পারমাণবিক কেন্দ্রগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে ৮৩.৭ শতাংশের নিচে নিয়ে এসেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
এ সপ্তাহের মধ্যে ইরানের পরমাণু কেন্দ্রের ওপর প্রতিবেদর তৈরি করতে হবে আইএইএকে। কারণ আগামী সপ্তাহে সংস্থাটির বোর্ড সভায় এ প্রতিবেদন জমা দিতে হবে।