Can't found in the image content. ডেঙ্গু পরীক্ষায় ফি বেশি নিলেই ব্যবস্থা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ডেঙ্গু পরীক্ষায় ফি বেশি নিলেই ব্যবস্থা

স্বাস্থ্য ডেস্ক | আপডেট: রবিবার, মে ২৮, ২০২৩

ডেঙ্গু পরীক্ষায় ফি বেশি নিলেই ব্যবস্থা
সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করাতে ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৫০০ টাকা ফি নির্ধারিত হয়েছে। এর চেয়ে বেশি নিলে ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।

রবিবার (২৮ মে) সকালে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এই হুঁশিয়ারি দেন তিনি।

ডা. আহমেদুল কবির বলেন, পরীক্ষাসহ ডেঙ্গু চিকিৎসায় আমরা সুনির্দিষ্ট গাইডলাইন করে দিয়েছি। গাইডলাইন অনুযায়ীই সবাইকে চিকিৎসা দিতে হবে। প্লাটিলেট ব্যবহার নিয়েও গাইডলাইনে নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পরীক্ষা বেড়েছে। এ জন্য গত বছরের ন্যায় এবারও সরকারিতে ১০০ টাকা এবং বেসরকারিতে ৫০০ টাকার বেশি নেওয়া যাবে না।