ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

২ হাজার রুপির নোট বাতিলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ: মমতা

ওপার বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, মে ২৮, ২০২৩

২ হাজার রুপির নোট বাতিলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ: মমতা
কেন্দ্রীয় সরকারের ২ হাজার রুপির নোট বাতিলের বিরোধিতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, এই নোটবন্দি মানুষের জীবনে দুর্ভোগ বয়ে আনবে। এবার হঠাৎ করেই ২ হাজার রুপির নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে সাধারণ মানুষ হয়রানিতে পড়েছে।

শনিবার (২৭ মে) পূর্ব মেদিনীপুরের এগরায় খাদিকুল গ্ৰামের অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান মমতা। সেখান থেকে শালবনী গ্রামে তৃনমূল কংগ্রেস নব জোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ২ হাজার রুপির মতো এত বড় নোট কেন বাজারে ছাড়া হয়েছিল সেটাই তো রহস্য! এখন আবার সেই নোট বাতিল করা হলো। আমি আমার বাড়ি ও অফিস খুঁজলাম ৮টা ২ হাজার রুপির নোট পেয়েছি।

‘প্রতিদিনের কেনাকাটায় আমরা সাধারণত ছোট ছোট নোট ব্যবহার করি। আপনি কি ২ হাজার রুপির নোট দিয়ে এক কিলো শাঁক কিনতে যাবেন। নাকি ২ হজার রুপির নোট নিয়ে ভাজপার পতাকা কিনতে যাবেন?’

মমতা বলেন, নকুল দানা কিনতে গেলে পণ্য ও সেবা করের মধ্যমে সব রুপি তুলে নিয়ে যাচ্ছে। ব্যাংকও এখন এই নোট জমা নিচ্ছে না। কোনো দোকানে গেলে দোকানদার ২ হাজার রুপির নোট নিতে সংশয় বোধ করছেন।

মুখ্যমন্ত্রীর মতে, আগে জনগনের কথা ভাবা উচিত। কিন্তু বিজেপির কাজ হলো সব বদলে দেও। শুধু নিজেদের নাম লক্ষ্য বছর পর্যন্ত থাকবে। এর আগে দেশের কালো টাকার মজুত বন্ধ করতে ১ হাজার রুপির নোটবন্দি করা হয়েছিল। পরবর্তী সময়ে ২ হাজার রুপির নোট চালু করা হলো। তখন বলেছিলাম, ১ হাজারের পরিবর্তে ২ হাজারের রুপির নোট দিয়ে আরও বেশি কালো রুপি মজুত করা যাবে।

এ দিনের সভা থেকে মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টির অত্যাচারের কথা তুলে ধরেন। এ পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। মানবিক কারণে চুপ রয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।