Can't found in the image content. ঢাকা-বেইজিং বৈঠক আজ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঢাকা-বেইজিং বৈঠক আজ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, মে ২৭, ২০২৩

ঢাকা-বেইজিং বৈঠক আজ
পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও চীন।

শনিবার (২৭ মে) ঢাকায় এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকার পক্ষে এফওসিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বেইজিংয়ের পক্ষে ভাইস মিনিস্টার সান ওয়েইডং নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

সভায় দুই দেশের সামগ্রিক বিষয় ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। এ ক্ষেত্রে কিছু রোহিঙ্গাকে পাইলট প্রকল্পের অধীনে মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

এর আগে, দুই দিনের সফরে ঢাকায় আসেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। শুক্রবার তিনি ঢাকায় পৌঁছান।