অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি ভবনে আগুন লেগেছে। সিডনির মধ্যাঞ্চলের একটি সাততলা ভবনে বৃহস্পতিবার আগুন লাগার পর শতাধিক দমকল কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। দমকলের কর্মকর্তারা সতর্ক করে জানান, আগুন ছড়িয়ে পড়ছিল। খবর এএফপির।
এক বিবৃতিতে ফায়ার অ্যান্ড রেসকিউ এনএসডব্লিউ এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটি ধসে পড়তে শুরু করে। ওই ভবন থেকে আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এর মধ্যে বেশ কিছু আবাসিক অ্যাপার্টমেন্ট রয়েছে।
ভবনের ওপরের তলার দেওয়াল হেলে পড়ে এবং টুকরো টুকরো হয়ে নিচের রাস্তায় পড়ছিল। দমকল বিভাগের বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, চারদিকে আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
সামাজিক মাধ্যমেও ওই ভবনে আগুন লাগার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, ভবনের ওপরে আকাশের দিকে ধোঁয়া উড়ছে।
শহরের কেন্দ্রীয় স্টেশনের কাছে রেন্ডল স্ট্রিটে অবস্থিত ওই ভবনে অগ্নিকাণ্ডের পর পরই শতাধিক কর্মী এবং দমকলের ২০টি ট্রাক মোতায়েন করা হয়েছে বলে জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তারা আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সদস্যরা সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সে কারণে সাধারণ মানুষকে ওই এলাকা পরিহার করার আহ্বান জানানো হয়েছে। শহরজুড়েই জরুরি বিভাগের গাড়ির সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।