Can't found in the image content. গাজীপুরে শৃঙ্খলার সঙ্গেই ভোট হচ্ছে: ইসি আলমগীর | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ |

EN

গাজীপুরে শৃঙ্খলার সঙ্গেই ভোট হচ্ছে: ইসি আলমগীর

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩

গাজীপুরে শৃঙ্খলার সঙ্গেই ভোট হচ্ছে: ইসি আলমগীর
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে শৃঙ্খলার সঙ্গে ভোট হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত শৃঙ্খলার সঙ্গেই ভোট হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী ও নিজস্ব পর্যবেক্ষকরা যে প্রতিবেদন আড়াইঘণ্টায় পাঠিয়েছে তাতে ভালোভাবেই ভোটগ্রহণ হচ্ছে। খারাপ কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গেও কথা হয়েছে, তারা বলছে পরিবেশ ভালো।

সিসি ক্যামেরা ও ইভিএমে ত্রুটি ধরা পড়ার বিষয়টি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ইভিএম ট্রাবলশুট করার পর পাঁচ-দশ মিনিটে ঠিক হয়ে গেছে। আর ইন্টারনেট না থাকার কারণে কয়েকটি সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি আমরা এখান থেকে দেখতে পাইনি। তবে রেকর্ড হচ্ছিল। আজকে ১২টায় দেখা যায়নি। অনিয়ম হলে গ্রেফতার হবে। কোনো কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেওয়া না হলে আমাদের অভিযোগ দেওয়া উচিত ছিল। কেউ এখনো অভিযোগ দেয়নি।

যুক্তরাষ্ট্র নির্বাচন সুষ্ঠু না হলে জড়িতদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এ বিষয়ে মতামত জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। কারণ এগুলো হলো আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। এটা আমাদের নয়। আমাদের দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা। এজন্য যা করা দরকার সবই করবো।