এখন পর্যন্ত সব কেন্দ্রের পরিবেশ ভালো। আমার ভোট নিয়ে কোনো অভিযোগ নেই বলে মন্তব্য করেছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ডভোকেট জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। জয়দেবপুরের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল কেন্দ্রে ভোট দিয়ে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।
সবাইকে ভোটকেন্দ্রে আশার আহ্বান জানিয়ে জায়েদা খাতুন বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদি। এখন পর্যন্ত সব ভোটকেন্দ্রের পরিবেশ ভালো। ইভিএম নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আমার কোনো অভিযোগ নেই।
এর আগে আজ সকাল ৮টা থেকে শুরু হয় গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ। ৪৮০ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রায় ১২ লাখ ভোটার নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন। তৃতীয়বারের মত এই সিটি করপোরেশন নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে মেয়র পদে ৮ জনসহ সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২৪৬ জন।
এই নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশ না নিলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গণফ্রন্ট, ইসলামী আন্দোলন, জাকের পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন ভোটে।