ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বুধবার থেকে চলবে অফিস-গণপরিবহন

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ৯, ২০২১

বুধবার থেকে চলবে অফিস-গণপরিবহন
আগামী বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন চলবে। এ ছাড়াও খোলা থাকবে সব ধরনের অফিস, মার্কেট, শপিংমল, রেস্তোরা ও শিল্প-কারখানাও।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সড়ক, রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু রাখতে পারবে।

এ ছাড়াও সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। শপিংমল, মার্কেট, দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সব ধরনের শিল্প-কারখানা চালু থাকবে। পাশাপাশি, খাবারের দোকান, হোটেল, রেস্তোরায় অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণপরিবহন, মার্কেট, বিভিন্ন দপ্তর ও যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনত ব্যবস্থা নেবে।