Can't found in the image content. ৯৮ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

৯৮ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ

আদালত প্রতিবেদক | আপডেট: সোমবার, মে ২২, ২০২৩

৯৮ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ

ফাইল ছবি

সাংবাদিক দম্পতি সাগর সরয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আগামী ২২ জুন পর্যন্ত বাড়িয়েছেন আদালত। এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমার ৯৮ বার পেছাল।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম রাশিদুল আলম আজ সোমবার এ আদেশ দেন।

গত ৯ এপ্রিল একই আদালত র‌্যাবকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

এর আগে মামলার তদন্ত শেষ করতে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন পৃথক দুটি আদালত।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।

তাদের একমাত্র ছেলে মাহির সরয়ার মেঘ (৫) তখন বাড়িতে ছিল। এ ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।