Can't found in the image content. প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, মে ২২, ২০২৩

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ মে) রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২১ মে) রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।

আব্দুল বাতেন জানান, এ ঘটনায় রোববার রাতে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে পুলিশ আসামি আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার (১৯ মে) জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। পরে রোববার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ২২ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ।’