Can't found in the image content. সরকার পতনের ঝড়ের দিনক্ষণ জানতে চান ওবায়দুল কাদের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

সরকার পতনের ঝড়ের দিনক্ষণ জানতে চান ওবায়দুল কাদের

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, মে ২০, ২০২৩

সরকার পতনের ঝড়ের দিনক্ষণ জানতে চান ওবায়দুল কাদের
বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে না ঠাকুরগাঁও থেকে আসবে তার দিনক্ষণ প্রকাশ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের সময় কখন শেষ হবে- তা নির্ধারণ করবে এদেশের জনগণ। 

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে। আর আওয়ামী লীগ আছে জনগণের জানমাল রক্ষার আন্দোলনে। দেশের মানুষ মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ। 

ওলামা লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ড. কেএম আব্দুল মোমিন সিরাজীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।