ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

এফ-১৬'র চেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান বানাচ্ছে তুরস্ক

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, মে ১৯, ২০২৩

এফ-১৬'র চেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান বানাচ্ছে তুরস্ক
তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের চেয়ে অত্যাধুনিক সামরিক বিমান প্রস্তুতের ঘোষণা দিয়েছে।

দেশটির সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান বৃহস্পতিবার 'ওজগুল' নামে এই প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

তুরস্কের সমরাস্ত্র প্রস্ততকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান ইসমাইল দেমির দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনটিভিকে এ কথা বলেন।  

 ইসমাইল দেমির বলেন, সমরাস্ত্র খাতে আমরা বিদেশ নির্ভরতা কমাতে যেসব উদ্যোগ নিয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে এই 'ওজগুল' প্রকল্প।
 
টার্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) বর্তমানে তুরস্কের বিমানবাহিনীর হাতে যেসব এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে সেগুলোর কম্পিউটার ও সফটওয়্যার নিজস্ব প্রযুক্তিতে আরও আধুনিক করবে।

তুর্কি এসব অত্যাধুনিক যুদ্ধবিমানের নামকরণ করা হবে— এফ-১৬ ওজগুল। এ প্রকল্পের আওতায় ৩৫টি এফ-১৬ যুদ্ধবিমানকে এফ-১৬ ওজগুলে রূপান্তর করা ছাড়াও নতুন করে আরও ৩০টি অত্যাধুনিক যুদ্ধবিমান নির্মাণ করা হবে।

এ ছাড়া অত্যাধুনিক বিমানটির রাডার সিস্টেম, ককপিট আপার ফ্রন্ট কন্ট্রোল প্যানেল, ফুয়েল হাউড্রোলিক ইন্ডিকেটর, ইঞ্জিন ডেসপ্লে স্ক্রিন ও ইমাজেন্সি ইন্ডিকেটর আরও আধুনিক করা হচ্ছে।