কদিন ধরে টুইটারে ব্যবহারকারীরা একটি সমস্যার কথা জানাচ্ছে৷ ফেসবুকে অটো ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হচ্ছে।
গত সপ্তাহে অনেকেই জানিয়েছেন ফেসবুক নিজে থেকেই অন্য কোনো ইউজার আইডিতে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাচ্ছে। অনেকে তা দেখতে পেয়ে রিকুয়েস্ট বাতিল করেছেন। মেটা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত সমাধান করে নিয়েছে।
মাইক্রোসফট বিং চ্যাটে পাওয়া যাবে ছবিমাইক্রোসফট বিং চ্যাটে পাওয়া যাবে ছবি
আবার কেউ কেউ অন্য একজনের আইডি স্টক করার পর ফেসবুক থেকে অটোমেটিকেলিই ফ্রেন্ড রিকুয়েস্ট চলে যাচ্ছিল। মেটার স্পোকসপার্সন অবশ্য ডেইলি বিস্টে এক সাক্ষাৎকারে জানান, 'আমরা গ্লিচটির সমাধান করে নিয়েছি৷ নতুন আপডেটে গ্লিচটি রয়ে গিয়েছিল বলে এই সমস্যা হয়েছে৷'