Can't found in the image content. মোখার কারণে স্থগিত এসএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

মোখার কারণে স্থগিত এসএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, মে ১৫, ২০২৩

মোখার কারণে স্থগিত এসএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি পরীক্ষার দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গত রবিবার (১৩ মে) ৫ বোর্ডে ও সোমবার (১৪ মে) ৬ বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষা সম্পর্কে শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী পরীক্ষাগুলো শেষ হলে তবেই স্থগিত হওয়া পরীক্ষার সূচি ঠিক করা হবে।

সোমবার (১৫ মে) সকাল সাড়ে দশটায় রাজধানীর সরকারি টিচার্স কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সব লিখিত পরীক্ষা শেষ হলেই ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর তারিখ নির্ধারণ করা হবে।

সূচি অনুযায়ী সব লিখিত পরীক্ষা যেদিন শেষ হবে আগামী ২৩ মে। এরপর যে পরীক্ষাগুলো স্থগিত আছে সেগুলোর সময় তারিখ জানিয়ে দেওয়া হবে।