Can't found in the image content. আজ বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আজ বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, মে ১৫, ২০২৩

আজ বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য- ত্রিদেশীয় সাম্প্রতিক সফর নিয়ে আজ সোমবার (১৫ মে) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হবে সংবাদ সম্মেলনটি। 

সংবাদ সম্মেলনে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র  সফরের কার্যক্রম নিয়ে লিখিত বক্তব্যের পর গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গত ২৫ এপ্রিল থেকে ৯ মে তিনি পর্যায়ক্রম জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেন। জাপানের প্রধানমন্ত্রীর ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল দেশটি সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। 

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের আমন্ত্রণে জাপান থেকে গত ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্র যান প্রধানমন্ত্রী। সেখান থেকে ৪ মে যান যুক্তরাজ্যে। যোগ দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেকে।  সেখান থেকে ৯ মে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।