ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

ভারতে যুদ্ধবিমান বিগ-২১ বিদ্ধস্ত, নিহত ৩

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, মে ৮, ২০২৩

ভারতে যুদ্ধবিমান বিগ-২১ বিদ্ধস্ত, নিহত ৩
ভেঙে পড়লো ভারতীয় বিমান বাহীনির যুদ্ধবিমান মিগ-২১ (IAF Mig-21)। সুরাটগড় থেকে উড়ে রাজস্থানের হনুমানগড়ে ভেঙে পড়লো বিমান বাহীনির এই যুদ্ধবিমান। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমে পড়েছে সেনা। পাইলটের সেইভাবে কোনও আঘাত লাগেনি বলেই জানা গেছে। তবে এই যুদ্ধবিমান ভেঙে পড়ায় দুই সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্র বলছে। 

ভারতীয় গণমাধ্যম টিভি৯ বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সকালে বাহলোলনগর জেলায় জনৈক এক বাসিন্দার বাড়ির উপর ভেঙে পড়ে ভারতীয় বিমান বাহীনির মিগ-২১ যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় ওই বাড়ির দুই বাসিন্দার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক জন। এই যুদ্ধবিমানের পাইলট সামান্য আঘাত পেয়েছেন। তবে তাঁকে নিরাপদে যুদ্ধবিমান থেকে বের করে আনা হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই সেনার হেলিকপ্টার পৌঁছেছে, চলছে উদ্ধারাভিযান।

মাঝ আকাশে যুদ্ধবিমানটি থাকার সময়ই পাইলট এটিসিকে জানায়, ইঞ্জিন সঠিকভাবে কাজ করছে না। কিন্তু ততক্ষণে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটি বেড়ে যায়। পাইলটের দক্ষতায় বিমানটি গ্রামের ভিতরে পড়ার বদলে অনেকটাই দূরে গিয়ে পড়ে। নাহলে আরও প্রাণহানির আশঙ্কা থাকত। এদিকে এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, যুদ্ধবিমানটি আকাশে ওড়ার আগে কেন সঠিকভাবে পরীক্ষা করা হল না। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই বছরের শুরুতেই জানুয়ারি মাসে রাজস্থানেই দুর্ঘটনার সম্মুখীন হয় দুটি যুদ্ধবিমান। প্রশিক্ষণের সময় রাজস্থানের ভরতপুরে এবং মধ্য প্রদেশের মোরেনা জেলায় সুখোই এসইউ-৩০ ও মাইরেজ ২০০০ ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যুও হয়। এদিকে গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড় জেলায় সেনার চপার ভেঙে পড়ে। এক সপ্তাহের মধ্যেই এবার রাজস্থানে ভেঙে পড়ল বিমান বাহীনির যুদ্ধবিমান মিগ-২১।