রাশিয়ার সামরিক অভিযানে আটক ৪৫ ইউক্রেনীয় সেনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি দিল মস্কো।
ইউক্রেনের রিইন্টিগ্রেশন মন্ত্রণালয় জানায়, শনিবার তাদের এ সেনা সদস্যদের রাশিয়ার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। খবর আনাদোলুর।
মুক্তিপ্রাপ্ত সেনা সদস্যদের ৪২ পুরুষ এবং তিনজন নারী। তারা সবাই আজভ ব্রিগেডের সদস্য ছিলেন। ৯ বছর আগে সেনাবাহিনীর এ ব্রিগেডটি প্রতিষ্ঠা করে ইউক্রেন।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে ইউক্রেনে আটক ৩ রুশ পাইলট মুক্তি পেয়েছেন।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভের সঙ্গে ব্যাপক আলোচনার পর ওই তিন পাইলটকে বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি দিয়েছে ইউক্রেন।
এর আগে গত ১৬ এপ্রিল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দিবিনিময় হয়েছে। গত ১৪ মাস ধরে চলছে ইউক্রেন-রাশিয়া সংঘাত।