রোববার থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ। এতে বাংলাদেশসহ আশপাশের অঞ্চলের বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ আর তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, রাজধানীর আকাশজুড়ে মেঘের ঘনঘটা। তবে বৃষ্টির দেখা সামান্যই। গেল তিন থেকে চার দিনের ঝড়-বৃষ্টিতে প্রকৃতিতে এসেছে সতেজতা। নিচে নেমেছে তাপমাত্রার পারদও। তবে তাপমাত্রার এমন অবস্থা বদলে যাচ্ছে দ্রুতই। রোববার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে শনিবার থেকে কমে যাবে বৃষ্টির প্রবণতা। কিছুটা বাড়বে তাপমাত্রা।
আব্দুর রহমান খান আরও জানান, লঘুচাপটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস জানান দিচ্ছে, এ মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে।
তবে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা নিশ্চিত হতে অন্তত মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।