ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

৫ সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩

৫ সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর নাম ঘোষণা

ছবি: সংগৃহীত

আসন্ন পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি (জাপা)। নির্বাচনে আলাদা করে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটির চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার (৪ মে) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংগঠনিক সভার বৈঠক শেষে এ নাম ষোষণা অনুষ্ঠিত হয়। 

বৈঠকে ৫ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রার্থীদের নামও ঘোষণা করে দলটি। জাপা মনোনীত ৫ সিটির প্রার্থীরা হলেন- বরিশাল সিটি করপোরেশনে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, খুলনা সিটি করপোরেশনে মোহাম্মদ শফিকুল ইসলাম মধু, সিলেট সিটি করপোরেশনে মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, রাজশাহী সিটি করপোরেশনে মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন, গাজীপুর সিটি করপোরেশনে এম এম নিয়াজ উদ্দিন।

এ সময় দলটির নেতারা বলেন, জাতীয় পার্টিকে আগে মানুষ গৃহপালিত বিরোধী দল বললেও এখন তা বলছে না। 

তাদের মতে, সংসদে এবং সংসদের বাইরে সরকারের দুর্নীতি ও দুঃশাসনের সমালোচনা করছেন তারা। 

পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পাঁচ সিটিতে নির্বাচনে অনিয়ম হলে মেনে নেবেন না তারা।