বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় অধিক তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়া হয়েছে। রোববার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত এ নির্দেশ দেন। আগামী ২৪ মে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন আদালত।
গোয়েন্দা পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে আপত্তি জানিয়ে ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন নারাজি আবেদন করেছেন। পরে এ মামলার অধিক তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সকালে বুশরাকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে গোয়েন্দা পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে ফারদিনের বাবা নারাজি আবেদন করলে, তা গ্রহণ করেন আদালত। আদালতে আজ ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরা উপস্থিত ছিলেন।
বর্তমানে তিনি এ মামলায় স্থায়ী জামিনে রয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় গোয়েন্দা পুলিশ।
প্রতিবেদনে জানানো হয়, নানা কারণে হতাশা থেকে ফারদিন আত্মহত্যা করেন একই সঙ্গে আসামির তালিকায় থাকা বান্ধবী বুশরাকে মামলা থেকে অব্যাহতি দেয় পুলিশ।
তবে ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানার ধারণা, তার ছেলেকে হত্যা করা হয়েছে। সেজন্য চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আদালতে আপত্তি জানানোর কথা তিনি শুরু থেকেই বলে আসছিলেন।
উল্লেখ্য, নিখোঁজের প্রায় ৩ দিন পর গত ৭ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের। ছাত্র ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফারদিনের বাবা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে গত বছরের ১০ নভেম্বর রাজধানীর বনশ্রীর বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাগারে থাকার পর ১০ জানুয়ারি জামিনে মুক্তি পান।