ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

যুক্তরাজ্যে টিকটককে দেড় কোটি ডলারের বেশি জরিমানা

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, এপ্রিল ৯, ২০২৩

যুক্তরাজ্যে টিকটককে দেড় কোটি ডলারের বেশি জরিমানা
উপাত্ত সুরক্ষা আইনে চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটিককে দেড় কোটি ডলারের বেশি জরিমানা করেছে যুক্তরাজ্য। দেশটি বলছে, অ্যাপটি উপাত্ত সুরক্ষা আইন ভঙ্গ করেছে। এ ছাড়া টিকটকের বিরুদ্ধে শিশুদের ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগ তুলেছে যুক্তরাজ্য।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের তথ্য কমিশনারের অফিস টিকটককে ১ কোটি ৫৯ লাখ ডলার জরিমানা করেছে। সংস্থাটি বলছে, ১৩ বছরের কম বয়সী শিশুদের এই অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়ে তারা নিজেদের আইনই ভঙ্গ করেছে। কারণ তাদের নীতিমালা অনুযায়ী ১৩ বছরের কম বয়সী শিশুদের এই অ্যাপ ব্যবহারের অনুমতি থাকার কথা নয়। কিন্তু তারা দশ লাখের বেশি শিশুকে এই অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছে যাদের বয়স ১৩ বছরের নিচে।

যুক্তরাজ্যের তথ্য কমিশনার জন এডওয়ার্ডস বলেছেন, ডিজিটাল দুনিয়া থেকে শিশুদের রক্ষার জন্য আইন রয়েছে। কিন্তু টিকটক এই আইন মানেনি। তিনি বলেন, টিকটককে আরও জানা এবং মানা উচিত।

তবে টিকটকের এক মুখপাত্র বলেছেন, ১৩ বছরের কম বয়সী শিশুরা যাতে এই অ্যাপ ব্যবহার করতে না পারে সেজন্য ব্যাপক বিনিয়োগ করা হয়েছে। তারা তথ্য কমিশনার অফিসের অভিযোগের সাথে একমত নয়।

ওই মুখপাত্র বলেন, আমাদের ৪০ হাজার সুরক্ষাকর্মী সব সময় তাদের প্ল্যাটফর্মকে নিরাপদ রাখার জন্য কাজ করছে।