নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন দেশটির পার্লামেন্টে তাঁর বিদায়ী ভাষণ দিয়েছেন। বুধবার (৫ এপ্রিল) তিনি তাঁর বিদায়ী ভাষণ দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিদায়ী ভাষণে আরডার্ন বলেন, তিনি কখনোই দেশের সবোর্চ্চ পদে কাজ করার প্রত্যাশা করেননি। আরডার্ন করোনা মহামারী এবং ২০১৯ সালে ক্রাইস্টচার্চে বন্দুক হামলার ঘটনার সময় দেশকে নেতৃত্ব দেন।
আরডার্ন বলেন, প্রধানমন্ত্রী থাকার সময়ের গল্প ও পর্যায়গুলো আমার আজীবন মনের ভেতর গেঁথে থাকবে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে আমার এই সুযোগ হয়েছে।
এ সময় আরডার্ন তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এবং রাজনৈতিক নেতাদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, মাত্র ৩৭ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন আরডার্ন। চলতি বছরের শুরুর দিকে হঠাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ৪২ বছর বয়সী জেসিন্ডা আরডার্ন। একই সঙ্গে তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার কথাও জানান।