Can't found in the image content. আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, এপ্রিল ৩, ২০২৩

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলো পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি আলহাজ্ব এম এম এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার দিবাগত রাতে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ৬৪ বছর বয়সে এনামুল হকের ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী তার শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে এনামুল হক তার স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মন্ত্রী হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন,  দেশের আবাসন শিল্প খাতের অন্যতম পথিকৃৎ এনামুল হক একজন সমাজসেবী হিসেবে সুনাম অর্জন করেন, গণমাধ্যম উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করেন। বহু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দাতব্য সংস্থার প্রতিষ্ঠা ও মানুষের কর্মসংস্থানে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।