Can't found in the image content. ট্রেনের আগাম টিকিট বিক্রি ৭ এপ্রিল থেকে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ট্রেনের আগাম টিকিট বিক্রি ৭ এপ্রিল থেকে

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

ট্রেনের আগাম টিকিট বিক্রি ৭ এপ্রিল থেকে
রোজার ঈদকে সামনে রেখে এবার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ‘ভোগান্তি কমাতে’ কাউন্টারে টিকিট বিক্রি উঠিয়ে দিয়ে ট্রেনের সব টিকিট এবারে অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট বিক্রির দিন-তারিখ ও পদ্ধতি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন বা পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে হবে। টিকিট কেনার জন্য রেলওয়ের টিকিটিং ওয়েব পোর্টাল বা "রেল সেবা" অ্যাপে কোনো মোবাইল থেকে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

অনলাইনে টিকিট কেনার জন্য যাত্রীদের নিবন্ধন করার অনুরোধ জানিয়েছে রেলওয়ে।