Can't found in the image content. ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন শিগগিরই | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন শিগগিরই

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন শিগগিরই
ব্যাটারিচালিত ২০ থেকে ৩০ লাখ অটোরিকশাকে লাইসেন্স দিতে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে বিদ্যুৎ ভবনে জ্বালানি বিষয়ক রিপোর্টারদের সংগঠন এফইআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেন, এ বিষয়ে পরবর্তীতে সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন।

তৌফিক-ই-ইলাহী জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চলতে পারবে না।

বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দাম বাড়ছে। যুদ্ধ না থামা পর্যন্ত এই প্রক্রিয়া বন্ধ হবে কিনা বলা কঠিন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎবিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও জানান তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এ সময় তেল-গ্যাস প্রসঙ্গে তৌফিক-ই-ইলাহী বলেন, বিশ্ববাজারে তেল-গ্যাসের দাম কমলে দেশেও সমন্বয় করা হবে।