Can't found in the image content. ইউক্রেনে যুদ্ধ বন্ধ করুন: পুতিনকে এরদোগান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, নভেম্বর ২৪, ২০২৪ |

EN

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করুন: পুতিনকে এরদোগান

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, মার্চ ২৬, ২০২৩

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করুন: পুতিনকে এরদোগান
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান।

ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে পুতিনের সঙ্গে শনিবার (২৫ মার্চ) ফোনালাপে এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। খবর ডেইলি সাবাহর।

এ সময় পুতিন এরদোগানকে এবং তুরস্কের মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

এরদোগান বলেন, বিশ্বব্যাপী খাদ্য মূল্যে স্থিতিশীলতা বজায় রাখতে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য চুক্তির মেয়াদ বাড়ানো রাশিয়ার একটি ইতিবাচক মনোভাব।

তিনি বলেন, তুরস্ক আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান চায়। এ সময় এর গুরুত্ব পুতিনের কাছে তুলে ধরেছেন প্রেসিডেন্ট এরদোগান।

কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফাতানি নিয়ে যে চুক্তি হয়েছে, তা পুনরায় বাড়ানোর জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান তুর্কি প্রেসিডেন্ট।

ইউক্রেনের শস্য চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রেও তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানি পুনরায় শুরু করতে গত বছরের ২২ জুলাই ওই চুক্তিতে উপনীত হয় রাশিয়া ও ইউক্রেন।

চুক্তিতে ইউক্রেনীয় খাদ্যশস্যের পাশাপাশি রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য এবং সারও বিশ্ববাজারে পৌঁছানোর কথা বলা হয়েছে।